Friday, November 14, 2025

ইজরায়েলে সুর বদল বাইডেনের, নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা হাসপাতাল হা.মলায় ক্লিনচিট!

Date:

ইজরায়েলে পৌঁছেই সুর বদল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) পাশে বসিয়ে জানালেন, গাজার হাসপাতালে হামলায় দায়ী নয় ইজরায়েল। হামাসের নাম না করে ‘অন্য দল’কে হামলা চালানোর জন্য কাঠগড়ায় তুললেন বাইডেন।

এদিনই তেল আভিভ পৌঁছন বাইডেন (Joe Biden)। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি। এরপরেই সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, “যা দেখেছি, তার ভিত্তিতে মনে হয় এটা অন্য কোনও দল করেছে।” সরাসরি নেতানিয়াহুর দিকে তাকিয়ে বাইডেন বলেন, “আপনি নন।” হামাসের বিরুদ্ধে ইজরায়েলের লড়াইকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানান বাইডেন। তাঁর কথায়, “আজ এখানে এসেছি, বিশ্বের মানুষকে এটা জানাতে যে, আমেরিকার অবস্থানটা ঠিক কী!”

এরপরেই হামাসের বিরুদ্ধে তীব্র নিন্দা করে বাইডেন। তাঁর কথায়, তারা এমন হিংসাত্মক হামলা চালাচ্ছে, যেটা ইসলামিক স্টেটসকেও হার মানাবে। বাইডেন মতে, অধিকাংশ প্যালেস্তিনীয়ই হামাসকে সমর্থন করেন না।

আরও পড়ুন: ৭৫-এ ড্রিম গার্ল! হেমার জন্মদিনে ভা.ইরাল রেখার নাচ, এলেন জয়াও

গাজা দখলের চেষ্টাকে কিছুদিন আগেই ইজরায়েলের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই গাজার হাসপাতালে হামলা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই হামলায়, কমপক্ষে ৫০০ জন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনায় নেতানিয়াহুকে আমেরিকার প্রেসিডেন্ট ভর্ৎসনা করবেন বলে মনে করে রাজনৈতিক মহল। তবে, ইজরায়েলে গিয়ে সেই জল্পনা উড়িয়ে কার্যত নেতানিয়াহুকে ক্লিনচিট দিলেন বাইডেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version