Tuesday, August 26, 2025

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই বাঙালির দুর্গাপুজোর (Durga Puja) শাস্ত্রীয় সূচনার পাশাপাশি সিনে পুজোরও অফিসিয়াল উদ্বোধন। পুজোর চারদিনের জন্য ৪ বাংলা ছবি প্রস্তুত। অনেকেই বলছেন একসঙ্গে চার রকম বৈশিষ্ট্য , আলাদা গল্প আর প্রতি সিনেমায় আলাদা অভিনেতাদের নিয়ে এভাবে কোনও ছবিদের মুক্তি সাম্প্রতিক কালে হয়নি। তাই ক্রেজ বাড়ছে। সেই কথা মাথায় রেখে এবং শাহরুখ – সলমনদের মাঝে বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এই পুজোয় খোলা থাকছে নন্দন (Nandan) সিনে প্রেক্ষাগৃহ। গত ৭ অক্টোবর থেকে মেরামতির জন্য এই থিয়েটার হল বন্ধ রাখা হয়েছে। তাতে মন খারাপ সিনে প্রেমীদের। কারণ সাধ্যের মধ্যে মাল্টিপ্লেক্স ফিলিং একমাত্র নন্দনই দিতে পারে। তাই তো সিনে মুক্তির সঙ্গে সঙ্গে নন্দনের টিকিট সবার আগে বিক্রি হয়। কিন্তু পুজোর বড় বড় ছবি এখানে দেখতে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে ষষ্ঠী থেকেই ফের খুলছে নন্দন (Nandan)।

শেষ মুহূর্তে টলিপাড়ায় নির্মাতারা জল মেপে নিতে ব্যস্ত। ‘রক্তবীজ’ (Raktabweej), ‘দশম অবতার'(Dwasham Awataar), ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Masi), ‘ বাঘা যতীন’ (Bagha Jatin) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। কেমন চলছে অগ্রিম বুকিং বা কোথায় হলের সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরমাঝে নন্দন প্রেক্ষাগৃহ খোলা থাকবে জেনে স্বস্তিতে নির্মাতা ও দর্শকরাও। ঠাকুর দেখার ফাঁকে টুক করে সিনেমাটাও কীভাবে দেখে নেওয়া যাবে সেই প্ল্যানিং শুরু হয়ে গেছে। শুধুমাত্র বিজয়া দশমীর দিন নন্দন বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে রক্তবীজ ছায়াছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) বললেন, ‘‘পুজোর সময় বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেখানে শুধুমাত্র বাংলা ছবির কথা ভেবে নন্দন খোলা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।” পুজোয় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil)পরিচালিত ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। পরিচালক বাংলার সরকারকে ধন্যবাদ দিয়ে বলছেন, এর থেকে ভাল খবর আর হতে পারে না। যদিও ৪টি ছবিই নন্দনে মুক্তি পাবে কীনা তা এখনও স্পষ্ট নয়।

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version