Thursday, August 21, 2025

বিশ্বকাপে কিউয়িদের শা.সন! আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

Date:

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিলেও গতবারের রানার্স নিউজিল্যান্ডের সঙ্গে পেরে উঠল না আফগানিস্তান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কিউয়িদের কাছে ১৪৯ রানের বিরাট ব্যবধানে হার আফগানদের। রহমানুল্লাহ গুরবাজরা এদিন ব্যাট হাতে ব্যর্থ। চিপকের উইকেটেও ইংল্যান্ড-বধের নায়ক রশিদ খান, মুজিব উর রহমানদের স্পিন নিউজিল্যান্ড ব্যাটারদের কাবু করতে পারেনি। বিশ্বকাপে টানা চতুর্থ জয়ে খেতাবি দৌড়ে ছুটছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ফের শীর্ষে টম লাথামরা।

বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। অধিনায়ক লাথাম (৬৮), উইল ইয়ং (৫৪) ও গ্লেন ফিলিপসের (৭১) অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউয়ি ব্রিগেড। ইয়ং, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ফিলিপস, লাথাম ও মার্ক চ্যাপম্যানের (অপরাজিত ২৫) মরিয়া লড়াই কিউয়িদের তিনশোর কাছাকাছি স্কোরে পৌঁছে দেয়।

জবাবে আফগানিস্তান শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরা শুরুতেই ধাক্কা দেন আফগান টপ অর্ডারে। বাকি কাজটা সারেন মিচেল স্যান্টনার, লকি ফার্গুসনরা। মাত্র ৩৪.৪ ওভারেই আফগানিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে। রহমত শাহ দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন। কিউয়িদের হয়ে স্যান্টনার ও ফার্গুসন নেন ৩টি করে উইকেট। বোল্টের ঝুলিতে ২ উইকেট। দুর্দান্ত ক্যাচ নিয়ে এবং অনবদ্য বোলিং করে ম্যাচে নজর কাড়েন স্যান্টনার। তবে চাপের মুখে ৭১ রান করা ফিলিপসই ম্যাচের সেরা।

আরও পড়ুন- পাট চাষীদের এমএসপি পাওয়া নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version