Wednesday, December 3, 2025

বিশ্বকাপে দ্বিতীয় অঘটন, দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দ্বিতীয় অঘটন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশ ৩৮ রানে জয় পেল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হয়ে ব‍্যাট হাতে দুরন্ত এডওয়ার্ডস। বল হাতে তিন উইকেট লোগান ভ‍্যান বেক।

ধর্মশালায় ম্যাচের শুরু থেকে বৃষ্টি হওয়ায় কম ওভারের খেলা হয়। ৪৩ ওভারের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে ডাচরা। যদিও শুরুটা একেবারেই ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। পরপর উইকেট হারাতে থাকে তারা। একটা সময় ৮২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকেন ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি। রোলেফ ভ্যান ডার মারউই ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর একদম শেষ দিকে ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান দত্ত মাত্র ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৪৩ ওভারে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার হয়ে দু’টি করে উইকেট তুলে নেন লুঙ্গি এনগিড়ি, মার্কো জ্যানসন, কাগিসো রাবাডা। একটি করে উইকেট পেয়েছেন গেরাল্ড কয়েটজি ও কেসব মহারাজ।

জবাবে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব‍্যাট করতে নেমে ২০৭ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ফর্মে থাকা কুইন্টন ডি কক ২২ বলে ২০ রান করলেও ক্যাপ্টেন তেম্বা বাভুমা সহ গোটা টপ অর্ডার ব্যর্থ হয়। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। প্রোটিয়াদের হয়ে লড়াই চালান মিলার। ৪৩ রান করেন তিনি। ৪০ রান করেন মহারাজ। এদিন ভ্যান ডার ডুসেন আউট হন  ৪ রান করে। মার্করাম ১ রানের বেশি যোগ করতে পারেননি।

আরও পড়ুন:আইসিসির কাছে আয়োজক ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল পিসিবি : সূত্র

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...