Saturday, May 3, 2025

পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে ২০১৩ থেকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ চালু করেছে রাজ্য সরকার। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পুরস্কার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ১০২টি পুজো কমিটিকে এই পুরস্কার দিয়েছে। বৃহস্পতিবার, অবনীন্দ্র সভাঘরে এবারের সম্মান ঘোষণা করেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

এবছর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশে অন-লাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার পুজোগুলির মধ্যে সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৩’ প্রদান করা হচ্ছে।

এবার ৩৭টি পুজো কমিটি সেরার সেরা, ৫টি সেরা মণ্ডপ, ৫টি সেরা প্রতিমা, ২টি সেরা সাবেকি পুজো, ১৩টি সেরা পরিবেশবান্ধব, ১৮টি সেরা ভাবনা, ২০টি বিশেষ পুরস্কার ও ১টি সেরা থিম সং সম্মানিত হচ্ছে। মোট ১০৪টি পুরস্কার দেওয়া হচ্ছে ১০২ পুজো কমিটিকে। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা- বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান- ২০২৩’ দেওয়া হচ্ছে।

 

*একনজরে যে যে পুজো কমিটি পুরস্কৃত হল-*


২৭ অক্টোবর রেড রোডে ‘দুর্গাপুজো কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হবে। এই কার্নিভ্যালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে জানান ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version