Thursday, August 21, 2025

বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের ‘এরাও পৃথিবীর মানুষ’ পরখ করতে পঞ্চমীতেই মানুষের ঢল

Date:

চন্দন বন্দ্যোপাধ্যায়

পঞ্চমীর দিন অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিস খোলা। তার মধ্যেও দুপুর গড়ানোর আগেই ঠাকুর দেখতে মানুষ পথে নেমেছেন। এই পরিস্থিতিতে দুপুরের পর শহরের বেশ কিছু রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়েছে।উৎসবের আমেজ নিতে পথে নেমেছেন মানুষ, অন্য দিকে অফিস ফেরতা নিত্যযাত্রীদের ভিড়— এই দুইয়ে মিলে দুর্গাপুজোর পঞ্চমী জমজমাট।
দর্শনার্থীদের ভিড় উত্তর ২৪ পরগনার বেলঘরিয়াতেও। এবার ১৫ বছরে পড়ল বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো।আর এবার তাদের পুজোর থিম ‘এরাও পৃথিবীর মানুষ’।চতুর্থীতে এই পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য। আন্দামান দ্বীপপুঞ্জের উপজাতি জারোয়াদের এক টুকরো গ্রাম এবার উঠে এসেছে এই পুজোতে।তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অভিনব মন্ডপ তৈরি করা হয়েছে।বিভিন্ন মডেলের মাধ্যমে জারোয়াদের আনন্দের মূহূর্তকে পুজো কমিটি তুলে ধরেছে এই মন্ডপে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস বলেন, জারোয়া শব্দের প্রকৃত অর্থ পৃথিবীর মানুষ। তাই এবার আমাদের ভাবনায় স্থান পেয়েছে ‘এরাও পৃথিবীর মানুষ’।আমরা যারা সভ্য সমাজে থাকি, তাদের জারোয়াদের সম্পর্কে আরও সচেতন করার প্রচেষ্টা নিয়ে আমাদের এই ভাবনা।

প্রণববাবু সারা বছর নানান সামাজিক কর্মে নিজেকে যুক্ত রাখেন । যে কোনও প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনও দুঃস্থ মেধাবী পড়ুয়া অর্থের অভাবে এগিয়ে যেতে পারছে না ।‌ কোনও গরীব দম্পতির মেয়ের বিয়েতে অর্থ  বাধা। মুশকিল আসান প্রণব বিশ্বাস । কোনও রাজনৈতিক রঙ নয়, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি সবসময় হাজির মানুষের সাথে মানুষের পাশে। মানুষের পাশে থাকার তার এই প্রচেষ্টা তাকে মানুষের হৃদয় জায়গা করে দিয়েছে।

বেলঘড়িয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের এই পুজো কোনও চাঁদা কারোর কাছ থেকে নেওয়া হয় না। তবু তারা স্বমহিমায়   উজ্জ্বল। শুধুমাত্র দুর্গাপুজো নয় , নানান সামাজিক কাজে তাদের জুড়ি মেলা ভার।

পুজোর আর এক উদ্যোক্তা শিবু মজুমদার বলেন, আমরা আন্দামানে গেলে এই জারোয়া উপজাতিদের দেখতে পাই। কিন্তু তাদের সম্পর্কে আমাদের ধারণা অনেক কম।উৎসবের এই মরসুমে সাধারণ মানুষের কাছে এই উপজাতি সম্পর্কে কিছু তথ্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।নাট্যকার মেঘনাদ ভট্টাচার্য পুজো উদ্বোধন করার পর তার উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তিনি বলেন, এমন সুন্দর শৈল্পিক সৃষ্টি এখানে দেখতে পাব ভাবিনি। অনেক বড় কাজ করেছেন উদ্যোক্তারা। জারোয়া উপজাতি সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। এখানে যারা ঠাকুর দেখতে আসবেন, তারা অন্তত কিছুটা হলেও এদের সম্পর্কে জানবেন।প্রতি বছরের মতো এবারেও সাবেকি প্রতিমা পূজিত হবেন এই মন্ডপে। প্রতিমার পরনে শান্তিপুরের শাড়ি এই পুজোর অন্যতম আকর্ষণ।মন্ডপ ও প্রতিমা দেখতে পঞ্চমী থেকেই এই পুজোতে ভিড় করছেন দর্শনার্থীরা।বেলঘরিয়ার এই পুজো এবার দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version