Thursday, August 21, 2025

স.ন্ত্রাসবাদের বিরুদ্ধে ল.ড়াইয়ে পাশে থাকার আশ্বাস! নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সুনকের

Date:

গাজা উপত্যকা (Gaza) ও ইজরায়েলের (Israel) সার্বিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন এদিন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন সুনক। বৃহস্পতিবার ইজরায়েল ও সন্ত্রাসবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের ১৩তম দিন। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Bieden) ইজরায়েল সফরে গিয়ে বিশ্বকে বার্তা দেন যে তিনি এই যুদ্ধে ইজরায়েলের পাশে আছেন। এছাড়াও, গাজা উপত্যকার পরিস্থিতির উন্নতিতে মধ্যস্থতা করেছেন। সেই আবহে বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে এদিন ইজরায়েলে পৌঁছতেই ঋষি সুনাক বলেন, আমরা ইজরায়েলের সঙ্গে আছি। সুনাকের পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও ইজরায়েলকে সমর্থন করেছেন। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সুনক লেখেন, আমি ইজরায়েলে আছি। একটা জাতি শোকে নিমজ্জিত। আমিও তাদের দুঃখের ভাগিদার। সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।

তবে সুনক এদিন স্পষ্ট জানিয়েছেন, একজোট হতে হবে বিশ্বের সকল রাষ্ট্র নেতাদের। সংঘাতের কারণে যাতে প্রাণ না যায় মানুষের, লক্ষ্য থাকবে সেদিকেই। জো বাইডেন ইজরায়েলে থাকাকালীনই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল গাজার একটি হাসপাতালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে গাজা ইজরায়েলের দিকে আঙুল তুললেও, বাইডেন বলেছিলেন, তিনি তথ্যের ভিত্তিতে জ্বলছেন এই হামলা অন্য কোনও দল চালিয়েছে।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version