Monday, August 25, 2025

মোদি-শাহের চাপেই ‘ভোলবদল’? মহুয়ার বিরুদ্ধে বি.স্ফোরক ব্যবসায়ী হীরানন্দানি

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amir Shah) চাপের কাছে নতিস্বীকার করলেন মুম্বই ও দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী তথা শিল্পপতি দর্শন হীরানন্দানি (Darshan Hiranandani)। বৃহস্পতিবার নিজের স্বাক্ষর করা হলফনামায় হিরানন্দানির দাবি, তিনি মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলার মতো প্রশ্ন তোলার ক্ষেত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে ব্যবহার করেছেন। এদিন এক সংবাদ সংস্থা হলফনামার বিষয়টির কথা প্রকাশ্যে এনেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সাংসদ। উল্লেখ্য, ব্যবসায়ী হীরানন্দানির থেকে নেওয়া অর্থ ও উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় প্রশ্ন করেছেন এমন অভিযোগ তুলে গত রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। স্পিকারের কাছে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার আর্জিও জানিয়েছেন নিশিকান্ত। এরপরই গত মঙ্গলবার লোকসভার স্পিকার মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখতে লোকসভার এথিক্স কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে প্রকাশ্যে এল দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানির হলফনামা। তবে এই বিষয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া না দিলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, মহুয়া মৈত্র দলের সাংসদ। এসব প্রশ্নের জবাব উনিই দিতে পারবেন।

তবে মহুয়া নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ইডি,সিবিআই-র তদন্ত এবং কয়লা দুর্নীতিতে ভারতীয়দের থেকে চুরি করা ১৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত থামব না আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বলেছি, আপনাকে এবং আপনার মতো জালিয়াতদের নিয়ে ক্লান্ত আমি।

এদিকে, অভিযোগের প্রেক্ষিতে সোমবারই আইনি চিঠি পাঠিয়েছেন মহুয়া। তাতে নিশিকান্ত এবং দেহাদ্রাইয়ের বিরুদ্ধে পাল্টা বিস্তর অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। দু’জনেই তাঁর ঘনিষ্ঠ বলে জানিয়ে মহুয়ার দাবি, প্রতিশোধ স্পৃহা থেকেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পাশাপাশি প্রথম থেকেই তাঁর অভিযোগ, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে।

 

 

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version