Saturday, August 23, 2025

স.ন্ত্রাসবাদের বিরুদ্ধে ল.ড়াইয়ে পাশে থাকার আশ্বাস! নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সুনকের

Date:

গাজা উপত্যকা (Gaza) ও ইজরায়েলের (Israel) সার্বিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন এদিন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন সুনক। বৃহস্পতিবার ইজরায়েল ও সন্ত্রাসবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের ১৩তম দিন। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Bieden) ইজরায়েল সফরে গিয়ে বিশ্বকে বার্তা দেন যে তিনি এই যুদ্ধে ইজরায়েলের পাশে আছেন। এছাড়াও, গাজা উপত্যকার পরিস্থিতির উন্নতিতে মধ্যস্থতা করেছেন। সেই আবহে বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে এদিন ইজরায়েলে পৌঁছতেই ঋষি সুনাক বলেন, আমরা ইজরায়েলের সঙ্গে আছি। সুনাকের পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও ইজরায়েলকে সমর্থন করেছেন। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সুনক লেখেন, আমি ইজরায়েলে আছি। একটা জাতি শোকে নিমজ্জিত। আমিও তাদের দুঃখের ভাগিদার। সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।

তবে সুনক এদিন স্পষ্ট জানিয়েছেন, একজোট হতে হবে বিশ্বের সকল রাষ্ট্র নেতাদের। সংঘাতের কারণে যাতে প্রাণ না যায় মানুষের, লক্ষ্য থাকবে সেদিকেই। জো বাইডেন ইজরায়েলে থাকাকালীনই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল গাজার একটি হাসপাতালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে গাজা ইজরায়েলের দিকে আঙুল তুললেও, বাইডেন বলেছিলেন, তিনি তথ্যের ভিত্তিতে জ্বলছেন এই হামলা অন্য কোনও দল চালিয়েছে।

 

 

 

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version