বাড়ি ফাঁকা রেখে পুজো দেখতে নি.ষেধ কলকাতা পুলিশের!

পেশাদার চো.র মাত্র ২-৩ মিনিটের মধ্যেই কোনও শক্তপোক্ত আলমারিক লক ভেঙে ফেলতে পারে। তাই আগে থেকেই সাব.ধান থাকতে হবে, পরামর্শ লালবাজারের।

সকালে অফিসের কাজ আর সন্ধ্যায় অফিস ছুটির পরে পুজোর মুডে বাঙালি। প্রতিপদ থেকেই রাস্তায় মানুষের ঢল। পুজোর (Durga Puja) চতুর্থীতেই নবমী-দশমীর উন্মাদনা তুঙ্গে। শ্রীভূমি (Sreebhumi Sporting Club), ত্রিধারা, সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ভিড়ে প্রতিদিন তৈরি হচ্ছে রেকর্ড। আর এহেন কাণ্ডে চিন্তায় পড়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার বলছে, বাড়ি খালি রেখে ঠাকুর দেখতে গেলে চোরেদের উপদ্রব বাড়তে পারে। কলকাতা পুলিশের আরও হুঁশিয়ারি, বাড়ি ফাঁকা রেখে অষ্টমীর অঞ্জলি দিতে যাবেন না। হিতে বিপরীত হতে পারে।

পুজোর আনন্দে সামিল হতে গিয়ে অজান্তেই বিপদকে আমন্ত্রণ জানাবেন না। সতর্ক থাকুন, বলছে কলকাতা পুলিশ। পুজোর ছুটি পড়তেই অনেকেই আগে থেকে প্ল্যানিং করে বেড়াতে চলে যান। অনেকে আবার কোথায় না গেলেও পাড়ার পুজো মণ্ডপে আড্ডা দিতে বা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েন স্বপরিবারে। তখনই সুয়োগ নিয়ে নেয় চোরের দল। সেসব জায়গায় সিকিউরিটি গার্ড থাকেন বা সিসিটিভির নজরদারি রেয়েছে সেখানে তবুও কিছুটা ভরসা করা যায়। অন্যথায় বাড়ি ফাঁকা রাখলে চিন্তা বাড়বে, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা (KP)। পেশাদার চোর মাত্র ২-৩ মিনিটের মধ্যেই কোনও শক্তপোক্ত আলমারিক লক ভেঙে ফেলতে পারে। তাই আগে থেকেই সাবধান থাকতে হবে, পরামর্শ লালবাজারের।

Previous articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম 
Next articleহাওড়ায় সরকারি বাস ডিপোতে হা.মলা, আ.টক ৩