Wednesday, August 27, 2025

বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক, বল হাতে বিরাট

Date:

আজ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেই ধাক্কা ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়াকে। শুধু তাই নয়, মাঠ থেকে নিয়ে যেতে হল স্ক্যান করাতে। ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে যাওয়া হয়। হার্দিকে ওভার শেষ করেন বিরাট কোহলি।

নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

সূত্রের খবর, যে ধরনের চোট হার্দিকের হয়েছে তাতে এই ম্যাচে বোলিং এমনকি ফিল্ডিং করতে পারবেন না তারকা অলরাউন্ডার। তবে ব্যাট করতে নামতে পারেন। এখন প্রশ্ন হল কখন ব্যাট করতে নামতে পারবেন তিনি। নিয়ম অনুসারে, ফিল্ডিং করার সময় বল লেগে বা অন্য কোনও ভাবে আঘাত লাগলে ব্যাট করার সময়, সেই ক্রিকেটার তাঁর নির্দিষ্ট জায়গাতেই নামতে পারেন। তবে হার্দিকের ক্ষেত্রে তা হবে না। কারন, বল বা অন্যকিছুতে আঘাত লাগেনি তাঁর। সেই কারণে, ভারতীয় দলের ৫ উইকেট পড়ার পরেই নামতে হবে হার্দিককে।

এদিকে আট বছর পরে আবার বিশ্বকাপে বল হাতে কোহলি। বিশ্বকাপে এর আগে তিনবার বল করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৭ রান। ওপর দিকে একদিনের ক্রিকেটে কোহলি শেষবার বল করেছেন ছ’বছর আগে। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর সেই ম্যাচে ২ ওভারে ১২ রান দিয়েছিলেন তিনি। তারপরে চারবার টেস্টে এবং একবার টি-২০ বল করেছেন তিনি। শেষবার আন্তর্জাতিক ম্যাচে কোহলির বল করা ২০২২ সালের ৩১ আগস্ট। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ১ ওভারে ৬ রান দেন কোহলি।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত-শুভমন

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version