Sunday, August 24, 2025

শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন কিছুদিন আগে খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট।কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।
এবার জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা। ৬ মাস ধরে জেলবন্দি তিনি। অথচ তদন্তে কোনও অগ্রগতি নেই। এই যুক্তিতে জামিনের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক।শিক্ষক নিয়োগকাণ্ডে এই মুহূর্তে জেলবন্দি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিন পাওয়ার জন্য একাধিকবার নিম্ন আবেদন করলেও জামিন পাননি।

তথ্য প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালত সাফ জানিয়ে দিয়েছে, এখন তাঁর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত বড়ঞার বিধায়ক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে গত এপ্রিল মাসে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক। তার আগে প্রায় ৭২ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চলানো হয়। দুর্নীতির তথ্য প্রমাণ লোপাট করতে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেন বিধায়ক৷ পরে পুকুরের জল ছেঁচে একটি মোহাইল উদ্ধার করে ইডি৷ আরেকটা মোবাইল উদ্ধার হয় জঙ্গল থেকে৷ এর পরেই তাঁকে গ্রেফতার করে সিবিআই৷ ছ’মাস জেলে বন্দি জীবনকৃষ্ণ এবার জামিন চেয়ে শীর্ষ আদালতে আবেদন করলেন৷ যদিও পুজোর আগে জামিনের কোনও সম্ভাবনা নেই তৃণমূল নেতার।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version