Monday, November 17, 2025

৫ কোটিরও বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে, সমীক্ষায় চাঞ্চল্য

Date:

জব কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার ভুল তথ্য দিয়েছে। সেই নিয়ে আগেই অভিযোগ তুলেছিল বিভিন্ন রাজ্য। এবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশে আসায় ফের সেই অভিযোগের সত্যতা প্রমাণ হয়ে গেল।

গত অর্থবর্ষে মুছে দেওয়া হয়েছে মনরেগার জব কার্ডের বিপুল পরিমাণ তথ্য। সমীক্ষায়সমীক্ষায় দেখা গিয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে ৫ কোটিরও বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে ।

সমীক্ষা করা সংস্থা লিবটেক জানিয়েছে, প্রতি বছর গড়ে ১ থেকে দেড় কোটি জব কার্ড সম্পর্কিত তথ্য মুছে ফেলা হয়। তবে গত অর্থবর্ষে তার থেকে অনেক বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে। রাজ্যগুলির তালিকায় রয়েছে গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ড।

আধার ভিত্তিক মজুরি চালু করার আগে জব কার্ডগুলিকে আধারকার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত করতে হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার দায়িত্ব রাজ্য সরকারের। বিশেষজ্ঞদের দাবি, বিপুল পরিমাণ কাজের এই বোঝা কমাতেই জব কার্ড মুছে ফেলা হয়েছে।

আইন অনুযায়ী, জব কার্ড মুছে ফেলার আগে তা গ্রাম সভার অনুমতি নিতে হয় এবং আলোচনা করতে হয়। যদিও এক্ষেত্রে তা করা হয়নি বলেই অভিযোগ। সমীক্ষা করা সংস্থাটি জানিয়েছে তাঁদের সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ জব কার্ড মুছে ফেলার নেপথ্যে কাজ করতে অনিচ্ছুক বলে যে কারণ দেখানো হয়েছে, তা সত্য নয়।

স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সরকারি কাজে জনগণের অংশীদারিত্বের ওপর সমীক্ষা চালিয়েছিল লিবটেক। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সময়ের উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি করেছে তারা। যদিও রাজ্যগুলির অভিযোগ, ভুয়ো জব কার্ড, মৃত্যু এবং দীর্ঘ সময় কাজ করতে ইচ্ছুক না থাকায় এই জব কার্ডগুলি মুছে ফেলা হয়েছে।

সমীক্ষায় যুক্ত বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রীয় সরকারের থেকে আধারভিত্তিক মজুরি বাধ্যতামূলক করাই এর নেপথ্য কারণ। তাঁদের বক্তব্য, এরফলে, রাজ্যগুলিকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। সেই কারণে জব কার্ডের সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version