এবার পুজোয় পশু-পাখির হাসপাতালও খোলা ১২ ঘণ্টা: নির্দেশ রাজ্য সরকারের

এবার পুজোয় পশু-পাখির হাসপাতালও ১২ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবছর থেকেই দুর্গাপুজোর সময় জেলা ও মহকুমায় পশু-পাখির চিকিৎসা কেন্দ্রগুলি খোলা থাকছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পশু-পাখিদের হাসপাতাল (Hospital) খোলা থাকবে বলে প্রাণিসম্পদ বিকাশ দফতর নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্ত কার্যকর করার লিখিত বার্তা সারারাজ্যের সমস্ত ভেটেরেনারি হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে, এই নির্দেশিকা ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে কিছু কর্মীর মধ্যে। কারণ এবার থেকে বছরের ৩৬৫ দিনই রাজ্যজুড়ে সমস্ত ভেটেরেনারি হাসপাতাল (Hospital) ১২ ঘণ্টা খোলা রাখার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তাঁদের মতে, পুলিশ-সহ অন্যান্য জরুরি সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিও ৩৬৫ দিন খোলা থাকে। তার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বাড়তি সুবিধা দেওয়া হয়। পাশাপাশি, কম্পালসারি লিভের মাধ্যমে বাড়তি ছুটিও পান কর্মীরা। তাই পশু-পাখি হাসপাতালের কর্মীদের জন্যও বাড়তি বেতন ও ছুটির দাবি তুলেছেন কর্মীরা।

Previous article‘মন মন্দির’ দেখতে মানিকতলার রাজেন্দ্রলাল স্ট্রিটে উপচে পড়ছে ভিড়
Next articleবিরাট কি নিজের জন‍্য খেলেন? মুখ খুললেন রাহুল