Thursday, August 21, 2025

‘সোনিয়ার জন্যই তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য’, রাহুলের মন্তব্যের পাল্টা তোপ BRS-এর

Date:

সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) সাহায্য ছাড়া তেলেঙ্গানা রাজ্য তৈরি হতো না। সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তার মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হলো তেলেঙ্গানা(Telangana) শাসক দল ভারত রাষ্ট্র সমিতি(BRS)। বিআরএস নেত্রী কে কবিতার পাল্টা দাবি গান্ধী পরিবারের জন্যই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানা।

শুক্রবার রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “সোনিয়াজি তেলেঙ্গানা গঠনে সাহায্য করেছিলেন। এও বলা যায়, যদি উনি সাহায্য না করতেন তাহলে তেলেঙ্গানা তৈরিই হত না।” কংগ্রেস নেতাকে পালটা দিয়ে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা বলেন, “আমিও রাহুলজির সঙ্গে সম্পূর্ণ সহমত যে তেলেঙ্গানার সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। জওহরলাল নেহরুই জোর করে অন্ধ্রপ্রদেশের সঙ্গে আমাদের রাজ্যটি জোর করে জুড়ে দিয়েছিলেন। পরে ১৯৬৯ সালে আমরা যখন পৃথক রাজ্যের দাবি তুললাম তখন ইন্দিরা গান্ধী ৩৬৯ জন তরুণকে গুলি চালিয়ে মেরে ফেলেন।”

পাশাপাশি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরো বলেন, “রাজীব গান্ধী আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন। আর গত ১০ বছরে রাহুল গান্ধী (Rahul Gandhi) কখনওই তেলেঙ্গানার সমর্থনে কথা বলেননি। উনি কখনওই আমাদের পাশে দাঁড়াননি। হ্যাঁ, ওঁর পরিবারের সত্যই অবদান রয়েছে তেলেঙ্গানার অবদানকে নষ্ট করার বিষয়কে। নির্বাচনে সেটা আপনাকে বুঝিয়ে দেবে তেলেঙ্গানার মানুষ।”

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version