Thursday, August 21, 2025

ব্যবসায়ীকে অ.পহরণ করা সিভিক ভলিন্টিয়ারের পু.লিশ হেফাজতে

Date:

ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে ভাঙড় থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালত। ধৃতের নাম ফিরোজ মিদ্দে। সে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের কর্মরত সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’দিন পর অপহৃত ওই ব্যবসায়ীকেও উদ্ধার করেছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয় নিউটাউন এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, অপহৃত ওই ব্যবসায়ীর নাম রহমত মোল্লা। তাঁর স্ত্রী রশিদা বিবির অভিযোগের ভিত্তিতেই ফিরোজ মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ।

ভাঙড় থানার শাঁকশহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল ওই সিভিক ভলেন্টিয়ারের। অভিযোগ, গত বুধবার ফিরোজ সহ তাঁর সঙ্গীরা পুলিশের পরিচয় দিয়ে রহমতকে ভাঙড় থানার বালিগাদা এলাকায় ডাকে। রহমত সেখানে আসতেই ফিরোজ সহ অন্যরা তাঁর মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিউটাউন এলাকায় নিয়ে চলে যায়। অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে রহমতের বাড়িতে মুক্তিপন চেয়ে ফোন করতে থাকে। অভিযোগ অপহরণকারীরা প্রথমে ৫০ লক্ষ টাকা চায়। ওই টাকা দিতে অক্ষমতার কথা জানান রহমতের পরিবার। পরে তা কমিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয়।

এদিকে রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ।নিউটাউন এলাকা থেকে অপহৃত রহমতকে উদ্ধার করে। ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে ফিরোজকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন- ‘সোনিয়ার জন্যই তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য’, রাহুলের মন্তব্যের পাল্টা তোপ BRS-এর

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version