Sunday, November 9, 2025

ব্যবসায়ীকে অ.পহরণ করা সিভিক ভলিন্টিয়ারের পু.লিশ হেফাজতে

Date:

ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে ভাঙড় থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালত। ধৃতের নাম ফিরোজ মিদ্দে। সে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের কর্মরত সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’দিন পর অপহৃত ওই ব্যবসায়ীকেও উদ্ধার করেছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয় নিউটাউন এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, অপহৃত ওই ব্যবসায়ীর নাম রহমত মোল্লা। তাঁর স্ত্রী রশিদা বিবির অভিযোগের ভিত্তিতেই ফিরোজ মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ।

ভাঙড় থানার শাঁকশহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল ওই সিভিক ভলেন্টিয়ারের। অভিযোগ, গত বুধবার ফিরোজ সহ তাঁর সঙ্গীরা পুলিশের পরিচয় দিয়ে রহমতকে ভাঙড় থানার বালিগাদা এলাকায় ডাকে। রহমত সেখানে আসতেই ফিরোজ সহ অন্যরা তাঁর মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিউটাউন এলাকায় নিয়ে চলে যায়। অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে রহমতের বাড়িতে মুক্তিপন চেয়ে ফোন করতে থাকে। অভিযোগ অপহরণকারীরা প্রথমে ৫০ লক্ষ টাকা চায়। ওই টাকা দিতে অক্ষমতার কথা জানান রহমতের পরিবার। পরে তা কমিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয়।

এদিকে রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ।নিউটাউন এলাকা থেকে অপহৃত রহমতকে উদ্ধার করে। ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে ফিরোজকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন- ‘সোনিয়ার জন্যই তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য’, রাহুলের মন্তব্যের পাল্টা তোপ BRS-এর

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version