Thursday, August 21, 2025

মানুষের ক্ষুধা নিয়ে উপহাস করবেন না: স্মৃতি ইরানিকে বার্তা বিরোধীদের

Date:

মানুষের ক্ষুধা নিয়ে উপহাস করবেন না। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই উপদেশ দিলেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে। সম্প্রতি, গ্লোবাল হাঙ্গার ইন্ড্রেক্সের সূচক নিয়ে মন্তব্য করতে গিয়ে এই ইন্ডেক্সকে মিথ্যা বলে অভিযোগ করেছিলেন স্মৃতি। তারই পাল্টা স্মৃতি ইরানের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস নেত্রী।

শুক্রবার হায়দরাবাদে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছিলেন, “এমন সূচক আছে যেগুলি ভারতের বাস্তবকে তুলে ধরে না এবং ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়। উদাহরণ স্বরূপ, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা সূচক তৈরি করে, ভারতে ১৪০ কোটি মানুষের মধ্যে ৩,০০০ জনকে ডেকে জিজ্ঞাসা করে, তারা ক্ষুধার্ত কিনা? সেই সূচক বলছে পাকিস্তান ভারতের চেয়ে ভালো করছে, আপনারা এটা ভাবতে পারেন?” উল্লেখ্য, ২০২৩ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুসারে, ভারত ২৮.৭ স্কোর সহ ১২৫ টি দেশের মধ্যে ১১১ তম স্থানে রয়েছে, যেখানে পাকিস্তান ২৬.৬ স্কোর সহ সূচকে ১০২ তম স্থানে রয়েছে। কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে স্মৃতি ইরানির বক্তব্যকে, “অ-সংবেদনশীল এবং অজ্ঞতা” বলে অভিহিত করেছেন৷

ইরানির বক্তব্যের একটি ভিডিও সহ এক্স হ্যান্ডেলে শ্রীনাতে লিখেছেন,“আমি জানি না এর চেয়ে লজ্জাজনক কী – আপনার অজ্ঞতা বা আপনার অ-সংবেদনশীলতা এখানে প্রদর্শিত হচ্ছে? আপনি কি সত্যিই মনে করেন, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স গণনা করা হয় লোকেদের ডেকে তাদের জিজ্ঞাসা করে যে তারা ক্ষুধার্ত কিনা ?” শ্রীনাতে লিখেছেন, “আপনি ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী – আপনার কথা শুনে আমি আতঙ্কিত। সত্যি বলতে, আপনি  বিব্রত!” তিনি আরও বলেন, “মাননীয়া মন্ত্রী, একটি দেশের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ৪ টি সূচকের উপর ভিত্তি করে হয়, “অপুষ্টি, শিশু স্টান্টিং, চাইল্ড ওয়েস্টিং এবং শিশু মৃত্যু। ” তিনি আরও বিস্তারিতভাবে চারটি এই চারটি কারণের প্রত্যেকটির অর্থ ব্যাখ্যা করেছেন। শিবসেনা(উদ্ধব গোষ্ঠী) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও তার মন্তব্যের জন্য ইরানির নিন্দা করেছেন। চতুর্বেদী এক্স-এ লিখেছেন, “যদি অহংকার-এর কোনও মুখ থাকে, তাহলে সেটা হবে মাননীয়া মন্ত্রীজি।”

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version