Wednesday, August 20, 2025

বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যার ববি চার্লটন। শনিবার সকালে মৃত্যু হয় প্রাক্তন এই ফুটবলারের। মৃত‍্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে প্রাক্তন ফুটবলারের মৃত‍্যুর খবর জানন হয়। বিবৃতি দেওয়া হয় তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকেও। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন চার্লটন। সেই লড়াইয়ে অবশেষে হারতে হল তাঁকে। ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন স্যার ববি। সেই বিশ্বকাপে অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি।

মিডফিল্ডার হিসাবেই খেলতেন স‍্যার ববি চার্লটন।ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচে ৪৯টি গোল করেছেন তিনি। কেরিয়ারের বেশির ভাগ সময়েই ম্যানইউয়ে কাটিয়েছেন। পাস এবং দূরপাল্লার শটের কারণে বিখ্যাত ছিলেন। ম্যানইউয়েরও কিংবদন্তি ছিলেন তিনি। সেই ক্লাবের হয়ে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন চার্লটন।

এদিন চার্লটনের মৃত‍‍্যুর খবর নিয়ে পরিবারের তরফ থেকে জানান হয়, নিজের বাড়িতেই শান্তিপূর্ণ ভাবে মৃত্যু হয়েছে চার্লটনের। মৃত্যুর সময় পরিবারের লোকেরাই তাঁর সঙ্গে ছিলেন।” ম্যানইউয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “শুধুমাত্র ম্যাঞ্চেস্টার বা ইংল্যান্ড নয়, বিশ্বের যেখানে যেখানে ফুটবল খেলা হয়েছে, সেখানকার লক্ষ লক্ষ লোকের হৃদয়ে ছিলেন স্যর ববি।”

আরও পড়ুন:এগিয়ে থেকেও এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version