ভিড়ের সুযোগে বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণ! ধরা পড়লেই গুণতে হবে জরিমানা

এবার পুজোয় মেট্রোয় ভিড় ছাপিয়ে গেছে গতবারের ভিড়কেও। পঞ্চমীর আগে থেকেই মেট্রোয় ভিড় বেড়েছে মেট্রোয়। তবে একাংশের যাত্রীরা টিকিট কাটছেন না বলে অভিযোগ। তাঁদেরই জন্য মেট্রো কর্তৃপক্ষকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবার সেই অসাধু যাত্রীদের রুখতে জোর ধরপাকড় শুরু করে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

অসাধু যাত্রীদের রুখতে স্টেশনগুলিতে ঢোকা ও বেরনোর গেটগুলিতে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। পাশাপাশি বিনা টিকিটের যাত্রীদের আড়াইশো টাকা জরিমানা করা হচ্ছে। এছাড়াও অভিযুক্ত যে দূরত্ব অতিক্রম করেছেন তার ভাড়াও তাঁকে গুণতে হচ্ছে। পুজোর দিনগুলিতে মেট্রোর প্রতিটি স্টেশনেই বিনা টিকিটের যাত্রী ধরতে এবার তৎপর মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মেট্রোর বিভিন্ন স্টেশনে এই ধরনের তৎপরতা পুরোদমে চালু করে দিয়েছে কর্তৃপক্ষ। সুফলও মিলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কী খেয়ে নৃ.শংস হত্যা.লীলা চালাচ্ছে হামাস জ.ঙ্গিরা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Previous articleপ্রয়াত প্রাক্তন ফুটবলার স‍্যার ববি চার্লটন
Next articleমাত্র ২২ ওভারেই শেষ ইনিংস! দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভূত বিশ্ব চ্যাম্পিয়নরা