Thursday, August 28, 2025

জগৎ থেকে হিংসা দূর হোক: রামমোহন সম্মিলনীতে অঞ্জলি দিয়ে প্রার্থনা রাজ্যপালের

Date:

রাজ্যের সঙ্গে নানা কারণে ঠান্ডা লড়াই চলে রাজভবনের। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন- এই অভিযোগ ওঠে। তবে দুর্গাপুজোর মহাষ্টমীতে সব ভেদাভেদ ভুলে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিলেন বাংলার রাজ্যপাল। এই প্রথম পুজোয় অঞ্জলি দিলেন তিনি। শুধু তাই নয়, বাংলার দুর্নীতি নিয়ে যাঁকে পরোক্ষে নানা কথা বলতে শোনা যায়, সেই রাজ্যপাল তাঁর লিখিত ভাষণে জগৎ থেকে দুর্নীতি-হিংসা দূর হয়ে যাক-এই এই প্রার্থনা জানালেন।

রবিবার সকাল ১০টা নাগাদ আদ্যোপান্ত বাঙালি সাজে রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে হাজির হন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁরই পাড়ার পুজো এটি। মণ্ডপ ঘুরে দেখেন আনন্দ বোস। কুণালের পাশে দাঁড়িয়েই মহাষ্টমীর অঞ্জলি দেন। এই প্রথম অঞ্জলি দিলেন রাজ্যপাল বোস। এরপর মঞ্চে উঠে লিখিত ভাষণ পাঠ করেন তিনি। আর সেখানে বাংলার বিরুদ্ধে কোনও কথা নয়, তার ভাষণ জুড়ে ছিল বিশ্ব থেকে হিংসা’দুর্নীতি-অস্থিরতা দূর হওয়ার প্রার্থনা। যে রকমভাবে আপামর বাঙালি দেবী দুর্গার কাছে জগত সংসারের শান্তির প্রার্থনা করে বলেন, “শান্তি রূপেণ সংস্থিতা”। সেই ভাবেই আনন্দ বোসও বিশ্ব থেকে হিংসা দূর হওয়ার আবেদন জানালেন।

এখানেই শেষ নয়, যে গানটিকে পশ্চিমবঙ্গের রাজ্যের গান হিসেবে নির্বাচিত করা হয়েছে, সেই “বাংলার মাটি বাংলার জল” মঞ্চে দাঁড়িয়ে শুধু শুনলেন নয়, গাইলেনও রাজ্যপাল সিভি আনন্দ বোস। সবমিলিয়ে একটাই কথা বলা যায়, “মেলালেন তিনি (দেবী দুর্গা) মেলালেন”।

Related articles

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...

TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর।...

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School...
Exit mobile version