Thursday, August 21, 2025

বেলজিয়ামে জমজমাট মাতৃ আরাধনা, আয়োজনে কালচারাল এসোসিয়েশন ইইউ, এন্টওয়ার্প

Date:

Share post:

উপাসনা ভট্টাচার্য্য

কর্মসূত্রে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বাঙালি। তবে বছরের বাকি দিনগুলোতে যে যেখানেই থাকুক না কেন, পুজোর কটা দিন মা দুর্গার আরাধনায় ব্রতী হন সকলেই। কেউ বাংলায় ফিরতে পারেন, কাউকে বা কর্মসূত্রে প্রবাসেই থাকতে হয়। কিন্তু তাই বলে দুর্গাপুজো (Durga Puja) নিয়ে কোন আপোষ নয়। আমেরিকা, কানাডা, জার্মানির পর এবার খবরে উঠে এল বেলজিয়ামের পুজো (Durga Puja in Belgium!। কালচারাল এসোসিয়েশন ইইউ(cultural association EEU), এন্টওয়ার্প এই নিয়ে দ্বিতীয় বছরের মাতৃ আরাধনার আয়োজন করল। ঠিক যেন একটুকরো কলকাতা ধরা পড়ল সুদূর বেলজিয়ামে।

বৈদিক নিয়ম মেনে কালিকা পুরান মতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী বন্দনার আয়োজন করা হয়েছে। মায়ের সাবেকি ধাঁচের তিন চালার মূর্তি তৈরির সব সরঞ্জাম এসেছে কলকাতার কুমোরটুলি থেকে। এবারের পুজোর থিম ‘মাতৃ রূপেন সংস্থিতা’, যেখানে এই বিশ্বের সকল মাকে উৎসর্গ করে কালচারাল এসোসিয়েশন ইইউ, এন্টওয়ার্প পুজোর আয়োজন করেছে। বিভিন্ন ভাস্কর্য, পেন্টিং এর মাধ্যমে সেজে উঠেছে পুজো মণ্ডপ। উদ্যোক্তা অঞ্জন ভট্টাচার্য (Anjan Bhattacharya) শুধুই যে এই পুজোর পুরোহিত তাই নয়, তিনিই আবার মাতৃমূর্তি নির্মাতাও বটে। বিদেশের মাটিতে এহেন উদ্যোগে তাঁর অংশীদার উপাসনা ভট্টাচার্য, অঞ্জন সরকার, জয়িতা ভট্টাচার্য, রোহান বিশ্বাস, ব্রততী দেব, আদিত্য , শুভম সরকার, পৌলমী দাস সরকার, মৃগাঙ্কো বিশ্বাস, রাজর্ষি মিত্র,দেবজিৎ সেনগুপ্ত, সংঘমিত্রা সেনগুপ্ত সহ আরও অনেকে।

 

একদিকে অফিসের কাজ তার সঙ্গে আবার এত বড় পুজোর আয়োজন- কাজটা সহজ ছিল না । কিন্তু সকলের সদিচ্ছা আর ভালবাসায় অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে। নবরাত্রি মেনে গরবা নাচ আবার বাঙালিয়ানার তালে ঢাকের সঙ্গে ধুনুচি নাচের অনুষ্ঠান করার মধ্যে উদ্যোক্তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। রীতি মেনে কুমারী পুজোর করা হয়।চন্ডী পাঠ করেন পৌলমী দাস সরকার। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন বেলজিয়াম এবং নেদারল্যান্ডস থেকে আগত বাঙালি অবাঙালি সকলেই।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...