প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা ছিল বেদীর। টিম ইন্ডিয়ার ভরসা হয়ে ওঠেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে বেদী পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী। সোমবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বিষাণ সিং বেদীর বয়স হয়েছিল ৭৭ বছর। বেদীর প্রয়াণের শোকের ছায়া ক্রীড়ামহলে। শোক প্রকাশ হয় বিসিসিআইয়ের তরফ থেকেও।

ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা ছিল বেদীর। টিম ইন্ডিয়ার ভরসা হয়ে ওঠেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে বেদী পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি একদিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। একদিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। ১৯৬৮-৬৯ মরশুমে বেদী যোগ দেন দিল্লিতে। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরশুমে দিল্লির অধিনায়কত্বও করেন তিনি। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয় দিল্লি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী।

মনসুর আলি খান পাতৌদির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরে ভারতের অধিনায়ক হন সুনীল গাভাস্কর। ১৯৭৭-৭৮ মরশুমে বেদীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল ভারত। সেই ৫ ম্যাচের সিরিজ ২-৩ ফলে হারলেও, বিদেশের মাটিতে লড়াই করেছিল ভারতীয় দল।

আরও পড়ুন:মেসি-এমবাপের লড়াইকে ছাপিয়ে গেল রোহিত-লাথামদের ম‍্যাচ, গড়ল রেকর্ড

Previous articleবেলজিয়ামে জমজমাট মাতৃ আরাধনা, আয়োজনে কালচারাল এসোসিয়েশন ইইউ, এন্টওয়ার্প
Next articleরেডরোডের পুজো কার্নিভালেও স্পেশ্যাল সার্ভিস মেট্রোর, জানুন সময়সূচি