Friday, November 28, 2025

১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি সাংসদকে গো ব্যা.ক স্লো.গান কালিম্পংয়ে

Date:

Share post:

কালিম্পংয়ের বন্যাদুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি কালিম্পংয়ের রাম্ফু এলাকায় যান। সেখানেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন সাংসদকে। এলাকাবাসী তাঁর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। ১০০ দিনের টাকা কেন আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। গত ৫ বছরে তিনি সাংসদ হিসেবে কী করেছেন তারও জবাবদিহি করেন স্থানীয় বাসিন্দারা। সাংসদ নিজে ক্ষুব্ধ বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করলেও সফল হননি। ফলে বাধ্য হয়েই বিক্ষোভের মুখে তাঁকে এলাকা ছাড়তে হয় তাঁকে।

উল্লেখ্য, সিকিমে তিস্তায় হড়পা বানের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কালিম্পংয়ের তিস্তা নদী সংলগ্ন বেশ কিছু এলাকা। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। অভিযোগ সিকিমের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হলেও কেন্দ্রের তরফে এখনও কালিম্পংয়ের জন্য কোনও ক্ষতিপূরণ ঘোষণা হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও অনেক আগে থেকেই ক্ষোভ জমাট বেঁধেছে। উল্লেখ্য, একের পর এক কেন্দ্রের বঞ্চনার জেলে বিজেপি নেতা নেতৃত্বরা যেখানেই যাচ্ছেন মানুষ তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। ১০০ দিনের টাকা না দেওয়া, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি-সহ সাধারণ মানুষের সঙ্গে একের পর এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। তাই বিজেপি মন্ত্রি-সংসদরা যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষকে তাঁদের জবাবদিহি করতে হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে ভোট কিনেছেন বিজেপির নেতারা কিন্তু হয়নি প্রতিশ্রুতিপূরণ। হয়নি উন্নয়ন। এমনকী প্রাকৃতিক বিপর্যয়ও দুর্গতদের পাশে দেখা যায়নি বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদদের। রাজ্য সরকারের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হতে কালিম্পং -এ নাম কিনতে গিয়েছিলেন বিজেপির সাংসদ রাজু বিস্ত। সাধারণ মানুষের কাছে জবাব পেয়েছেন তিনি। তার কোনও প্রতিশ্রুতি আর খাটেনি বরং সাধারণ মানুষ তাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন।

আরও পড়ুন- বৃষ্টিকে ব্যাকফুটে ফেলে নবমী নিশিতে উন্মাদনার ইনিংস!

spot_img

Related articles

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...