সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে ক্রিকেটারদের বের করে দিলেন ফিল্ডিং কোচ, ভিডিও পোস্ট BCCI-এর

প্রত‍্যেক ম‍্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও দিন নিজে মুখে নাম বলছেন।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরুর পর থেকেই ভারতীয় দলে শুরু হয়েছে নতুন এক পুরস্কার। প্রত‍্যেক ম‍্যাচের পর সেরা ফিল্ডার পুরস্কার বেছে নিচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ। এর আগে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। আর নিউজিল্যান্ড ম‍্যাচের পর এই পুরস্কার পেলেন শ্রেয়াস আইয়র। তবে এবার এই পুরস্কার ঘোষণায় ছিল চমক।

প্রত‍্যেক ম‍্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও দিন নিজে মুখে নাম বলছেন। কোনও দিন পুরস্কার প্রাপকের নাম ভেসে উঠছে টেলিভিশন স্ক্রিনে। পুরস্কার দেওয়ার আগে সকলের সঙ্গে ফিল্ডিংয়ের পারফরম্যান্স নিয়ে ছোট আলোচনাও করেন। ভাল ফিল্ডিংয়ের প্রশংসা করেন। রবিবার নিউজিল্যান্ড ম্যাচের পরেও প্রত্যেক ক্রিকেটারের ফিল্ডিং নিয়ে ছোট করে আলোচনা করেন। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রবিবার রোহিতদের একাধিক ক্যাচ ফেলার সমালোচনা করেন কিছুটা গম্ভীর ভাবে। সংক্ষিপ্ত ভাষণে মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের প্রশংসা করেন। কিন্তু প্রতিদিনের মতো শেষে দলের সেরা ফিল্ডার নাম বলেননি। তিনি ক্রিকেটারদের সাজঘর থেকে বেরিয়ে মাঠে যেতে বলেন। বিস্মিত হয়ে ফিল্ডিং কোচের নির্দেশ মতো সকলে মাঠে গিয়ে দাঁড়ান। এর পরেই আসে চমক। মাঠে ভারতীয় দলের ক্রিকেটারদের সামনে নেমে আসে একটি স্পাইডার ক্যামেরা। সেই ক্যামেরার সঙ্গে আটকানো ছিল সেরা ফিল্ডারের পদক। ছিল ক্যামেরার স্ক্রিনে লেখা রবিবারের ম্যাচের সেরা ফিল্ডার শ্রেয়াস আইয়রের নাম। এরপরই বিরাট কোহলি, শুভমন গিলরা শ্রেয়সের গলায় পরিয়ে দেন পদক।

আরও পড়ুন:প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

 

Previous articleবাংলাদেশের কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রেনে ধা.ক্কা মালগাড়ীর! মৃ.ত অন্তত ১৫, আ.হত শতাধিক
Next articleপ্র.য়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর