Wednesday, August 27, 2025

মাহসা আমিনির মৃত্যুর খবর করার ‘অপরাধ’, দুই সাংবাদিকের শাস্তি ইরানে

Date:

হিজাব না পরার অপরাধে ইরানের পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল মাহসা আমিনির (Mahsa Amini)। ২০২২ সালে ঘটার সেই ঘটনায় মাহসা আমিনির মৃত্যুর খবর প্রকাশ্যে আনা দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিলো ইরানের প্রশাসন। তাদের বিরুদ্ধে অভিযোগ ওই দুই সাংবাদিক আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে জাতীয় সুরক্ষা বিঘ্নিত করেছেন।

ইরানের আইনি খবরের ওয়েবসাইট মিজান সূত্রে জানা জানা গিয়েছে, অভিযুক্ত দুই সাংবাদিকের নাম নিলুফার হামেদি ও ইলাহিহ মহম্মদি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিজাব না পরার কারণে গ্রেপ্তারি ও পরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু- এই গোটা খবর বিশ্বের দরবারে প্রকাশ করেছিলেন নিলুফার। অন্যদিকে, মাহসার শেষকৃত্যের খবর কভার করেন ইলাহিহ। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিচার চলে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে। সম্প্রতি তেহরানের একটি আদালতে দোষী সাব্যস্ত হন ওই দুই সাংবাদিক। বলা হয় আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা। দেশের সুরক্ষা বিঘ্নিত হয়েছে তাদের আচরণে। এই অপরাধী সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই মহিলা সাংবাদিককে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই দুই সাংবাদিককে পুরস্কৃত করেছিল আমেরিকা। সত্য ও বিশ্বাসযোগ্যতার প্রতি আনুগত্যের পুরস্কার পেয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, চলতি মাসেই একইভাবে পুলিশি হেফাজতে বেধড়ক মারধর করা হয় আরেক ইরানি কিশোরী আরমিতা জেরাভান্দকে। বেশ কয়েকদিন যমে-মানুষে টানাটানির পরে রবিবার তার ব্রেন ডেথের খবর মিলেছে। তবে ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের উপর চাপ তৈরি করছে প্রশাসন।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version