মিলল পূর্বাভাস! মহানবমীতে দুপুর গড়াতেই বৃষ্টিতে ভিজল কলকাতা সহ একাধিক জেলা

পূর্বাভাস মতোই কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Rain)। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় মহানবমীর দুপুরে নামে বৃষ্টি। নবমী থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগেই সে কথা জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। পাশাপাশি এই নিম্নচাপ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই কলকাতা-সহ কিছু কিছু এলাকায় নবমী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আবহবিদেরা।

তবে অষ্টমী পর্যন্ত কলকাতার আবহাওয়া শুকনোই ছিল। আর নবমীতে আকাশের মুখ ভার। সকালে কোথাও কোথাও রোদ উঠলেও বেলা গড়াতেই তা মেঘের চাদরে ঢেকে গিয়ে শুরু হয়েছে বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিবিধির দিকে অনবরত নজর রাখছে হাওয়া অফিস। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তিন দিন বজায় থাকতে পারে। বুধবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া দফতরের।

 

 

 

 

Previous articleসুখ-সমৃদ্ধির জন্য নবমীতে পূজিতা হন দেবী সিদ্ধিদাত্রী
Next articleচলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল, তবুও চিন্তা যাচ্ছে না রোহিতের, কিন্তু কেন?