বিরাট কোহলিকে টপকে গেলেন কুইন্টন ডি’কক। সব থেকে বেশি রানের তালিকায় শীর্ষে ডি’কক। ইতিমধ্যেই বিশ্বকাপে তিনটি শতরান করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বিরাট পাঁচটি ম্যাচ খেলে করেছেন ৩৫৪ রান। মঙ্গলবার ডি’কক ১৪০ বলে ১৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই ইনিংসেই বিরাটকে টপকালেন তিনি। ৫ ম্যাচে ডি’কক করেছেন ৪০৭ রান। বিরাটের থেকে ৫৩ রানে এগিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তিনি পাঁচ ম্যাচে ৩১১ রান করেছেন।