Friday, July 4, 2025

মোরবির স্মৃতি উসকে ফের মোদিরাজ্যে হুড়মুড়িয়ে ভা.ঙল নির্মীয়মাণ ব্রিজ! মৃ.ত ১

Date:

মোরবি (Morbi Bridge Collapse) সেতু বিপর্যয়ের রেশ এখনও দগদগে। তারমধ্যেই ফের এক নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ল মোদিরাজ্যে(MOdi State)। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সেতু ধসে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গত বছর ৩০ অক্টোবর নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য মোরবির মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়।

কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, আপাতত সেই স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। বানাসকাঁথার কালেক্টর জানিয়েছেন, আরটিও চেকপোস্টের কাছে নির্মীয়মান সেতুর পিলারে সম্প্রতি স্থাপন করা ছটি কংক্রিটের গার্ডার বা স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ল্যাব ভেঙে পড়তে দেখে এক ব্যক্তি তাঁর অটোরিকশা ফেলে নিরাপদে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কংক্রিটের স্ল্যাবের নীচে পিষ্ট হয়েছেন তিনি। অন্যদিকে, অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরও পিষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আরও দুই ব্যক্তি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কালেক্টর আরও জানিয়েছেন, এই রেলওয়ে ওভারব্রিজটি আমবাজিকে পালানপুরের সঙ্গে সংযুক্ত করে। ছয়টি গার্ডার ভেঙে পড়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কতজন এখনও নীচে আটকে আছে তা অনুমান করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও গার্ডারগুলো পিলারে এক সপ্তাহ আগে লাগানো হয়েছে। এখনো কাঠামোর সঙ্গে বাঁধা হয়নি। আর তারমধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা।

 

 

 

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version