Thursday, December 18, 2025

মোরবির স্মৃতি উসকে ফের মোদিরাজ্যে হুড়মুড়িয়ে ভা.ঙল নির্মীয়মাণ ব্রিজ! মৃ.ত ১

Date:

Share post:

মোরবি (Morbi Bridge Collapse) সেতু বিপর্যয়ের রেশ এখনও দগদগে। তারমধ্যেই ফের এক নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ল মোদিরাজ্যে(MOdi State)। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সেতু ধসে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গত বছর ৩০ অক্টোবর নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য মোরবির মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়।

কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, আপাতত সেই স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। বানাসকাঁথার কালেক্টর জানিয়েছেন, আরটিও চেকপোস্টের কাছে নির্মীয়মান সেতুর পিলারে সম্প্রতি স্থাপন করা ছটি কংক্রিটের গার্ডার বা স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ল্যাব ভেঙে পড়তে দেখে এক ব্যক্তি তাঁর অটোরিকশা ফেলে নিরাপদে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কংক্রিটের স্ল্যাবের নীচে পিষ্ট হয়েছেন তিনি। অন্যদিকে, অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরও পিষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আরও দুই ব্যক্তি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কালেক্টর আরও জানিয়েছেন, এই রেলওয়ে ওভারব্রিজটি আমবাজিকে পালানপুরের সঙ্গে সংযুক্ত করে। ছয়টি গার্ডার ভেঙে পড়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কতজন এখনও নীচে আটকে আছে তা অনুমান করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও গার্ডারগুলো পিলারে এক সপ্তাহ আগে লাগানো হয়েছে। এখনো কাঠামোর সঙ্গে বাঁধা হয়নি। আর তারমধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা।

 

 

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...