Sunday, May 4, 2025

কানপুর: হাসপাতাল থেকে রক্ত নিয়ে এ.ইডস-হে.পাটাইটিসে আ.ক্রান্ত ১৪ শিশু

Date:

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বেহাল দশা স্বাস্থ্যের। কানপুরে সরকারি লালা লাজপত রায় হাসপাতালে ১৪ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেওয়ার পর তাদের শরীরে হেপাটাইটিস এবং এইচআইভির সংক্রমণ পাওয়া গেছে। গত সোমবার এই বেদনাদায়ক ঘটনা প্রকাশ্যে এসেছে। চিকিৎসকদের মতে, শিশুরা এখন থ্যালাসেমিয়া অবস্থার পাশাপাশি আরও বেশি ঝুঁকির সম্মুখীন হয়েছে।

কর্মকর্তাদের মতে, ১৪ শিশুর বয়স ৬ থেকে ১৬ বছরের মধ্যে এবং এই কেন্দ্রে রক্ত নেওয়া ১৮০ জন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে রয়েছে। সংক্রামিত শিশুদের মধ্যে, সাতজন হেপাটাইটিস বি, পাঁচজন হেপাটাইটিস সি এবং দু’জনের এইচআইভি-তে পজিটিভ রিপোর্ট এসেছে।জানা গেছে, শিশুরা কানপুর সিটি, দেহাত, ফারুকাবাদ, আউরাইয়া, ইটাওয়া এবং কনৌজ সহ রাজ্যের বিভিন্ন অংশের।এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা বলেছেন, “জেলা পর্যায়ের কর্মকর্তারা ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে সংক্রমণের মূল খুঁজে বের করবেন। দলটি হেপাটাইটিস এবং এইচআইভি উভয়ের জন্য সংক্রমণের স্থান সন্ধান করবে।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বুধবার বলেছেন যে “বিজেপির ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি ভোগ করছে নিরাপরাধ শিশুরা।ডাবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দ্বিগুণ অসুস্থ করে তুলেছে।কানপুরের সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন শিশুকে সংক্রামিত রক্ত দেওয়া হয়েছিল, যার কারণে এই শিশুরা এইচআইভি এইডস এবং হেপাটাইটিস বি, সি-এর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। এই গুরুতর অবহেলা লজ্জাজনক।” খড়গে তাঁর x হ্যান্ডেলে প্রশ্ন করেন, দশেরা উপলক্ষে,”গতকাল মোদীজি আমাদের ১০ টি সংকল্প গ্রহণের বিষয়ে বড় জিনিস শিখিয়েছিলেন, তিনি কি কখনও তার বিজেপি সরকারের জন্য জবাবদিহিতার একটিও বিন্দু নির্ধারণ করেছেন?”

 আরও পড়ুন- অভিনব ভাবনা, বিশ্বকাপে এই স্টেডিয়ামে আসলেই মিলবে বিনামূল্যে খাবার

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version