ইজরায়েলের বিরুদ্ধে ‘নতুন মা.রণাস্ত্র’ ব্যবহারের অভিযোগ, মৃ.তের সংখ্যা ৬ হাজার পার!

হামলায় আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্নের সঙ্গে আগের চিহ্নের কোনও মিল নেই।

ইজরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করল গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইজরায়েল এই ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে। তাদের দাবির নেপথ্যের যুক্তি হলো, হামলায় আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্নের সঙ্গে আগের চিহ্নের কোনও মিল নেই।

প্রসঙ্গত , ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজা শহরের আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইজরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনও দেখেননি বলে তাঁদের দাবি।

তাদের দাবি, গাজায় ইজরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গিয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ইজরায়েলি বিমান হামলায় ভেঙে পড়া ভবনগুলোতে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous articleরাজ্যকে অনুকরণ! সেরা ৪ পুজোকে ‘দুর্গা রত্ন’ পুরস্কারের জন্য বাছলেন রাজ্যপাল
Next articleসুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য SSKM-কে চিঠি ইডির