Wednesday, November 5, 2025

পয়লা বৈশাখে শঙ্খের আদলে তৈরি রাজ্যবাসীকে অভিনব ধনধান্য অডিটোরিয়াম উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের গুরুত্বপূর্ণ এই অডিটোরিয়াম সরকারি বেসরকারি অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন বহু মানুষ আসেন শুধুমাত্র দেখার জন্য।

লম্বায় ৫১০ ফুট ও চওড়ায় ২১০ ফুট ৬ তলা এই অডিটোরিয়াম তৈরি করার কাজ ছিল বেশ কঠিন। সেই কারণে মুখ্যমন্ত্রী কারিগরদের বিশেষভাবে সংবর্ধিত করার নির্দেশ দিয়েছিলেন। উৎসবের মরশুমে আগামী নভেম্বরের মাঝামাঝি প্রায় আড়াইশো জন কারিগর এবং ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে চলেছে নবান্ন। ধনধান্য অডিটোরিয়ামেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। অডিটোরিয়ামটি তৈরি করার দায়িত্বে থাকা পূর্ত দফতর এই অনুষ্ঠানটির আয়োজন করতে চলেছে। বর্তমানে দেখভালের দায়িত্বে রয়েছে হিডকো।

উল্লেখ্য, নতুন অডিটোরিয়ামটি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। রয়েছে দু’হাজার আসনের একটি অডিটোরিয়াম। এছাড়াও ৫৪০ সিটের আরও একটি সভাগৃহ রয়েছে। পাশাপাশি ৩০০ মানুষ বসতে পারবেন এমন একটি স্ট্রিট থিয়েটারও রয়েছে। এছাড়া ব্যাঙ্কোয়েট, ফুড পার্ক সহ আধুনিক পরিকাঠামো আছে। এটির নীচে রয়েছে ভূগর্ভস্থ দু’তলা কার পার্কিং। যেখানে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। একটি তোরণও তৈরি করা হয়েছে। প্রায় সাড়ে ছ’হাজার মেট্রিক টন স্টিল ব্যবহার করে গড়ে তোলা হয়েছে ছ’তলা বাড়িটি। বাড়িটির উপরের অংশটি একেবারে শঙ্খের মতন দেখতে এবং এর আলোকসজ্জার জন্য বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

 

 

 

Related articles

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...
Exit mobile version