Sunday, May 4, 2025

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সূত্রের খবর, ইংল‍্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নাও পারেন। জানা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচে ফিরতে পারেন হার্দিক। যদিও এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় পর বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।

সূত্রের খবর, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় দল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই সহ-অধিনায়ককে খেলানোর পরিকল্পনা। পর পর পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল।সেমিফাইনালে উঠতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় রোহিত শর্মাদের। তাই হার্দিকের জন্য অপেক্ষা করতে রাজি টিম ম‍্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নিয়ে যাওয়া হয় স্ক‍্যান করতে। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, “চোটের পর হার্দিককে স্ক‍্যান করানো হয়। স্ক‍্যানের পর হার্দিককে বিশ্রামে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হার্দিককে দেখাশোনার দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ে চিকিৎসক দল। দলের সঙ্গে ধর্মশালাতে যাচ্ছেন না হার্দিক। তিনি সোজা যোগ দেবেন লখনৌতে। ইংল‍্যান্ড ম‍্যাচের আগে।” যদিও এখন জানা যাচ্ছে লখনৌতেও যোগ দেবেন না তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...
Exit mobile version