Saturday, August 23, 2025

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সূত্রের খবর, ইংল‍্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নাও পারেন। জানা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচে ফিরতে পারেন হার্দিক। যদিও এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় পর বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।

সূত্রের খবর, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় দল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই সহ-অধিনায়ককে খেলানোর পরিকল্পনা। পর পর পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল।সেমিফাইনালে উঠতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় রোহিত শর্মাদের। তাই হার্দিকের জন্য অপেক্ষা করতে রাজি টিম ম‍্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নিয়ে যাওয়া হয় স্ক‍্যান করতে। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, “চোটের পর হার্দিককে স্ক‍্যান করানো হয়। স্ক‍্যানের পর হার্দিককে বিশ্রামে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হার্দিককে দেখাশোনার দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ে চিকিৎসক দল। দলের সঙ্গে ধর্মশালাতে যাচ্ছেন না হার্দিক। তিনি সোজা যোগ দেবেন লখনৌতে। ইংল‍্যান্ড ম‍্যাচের আগে।” যদিও এখন জানা যাচ্ছে লখনৌতেও যোগ দেবেন না তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version