বাঙালির কাছে দুর্গাপুজোর (Durga Puja) উন্মাদনা অন্য কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না। সেই কারণেই পুজো উদ্বোধনের শুরু থেকেই কাতারে কাতারে মানুষ মন্ডপে ভিড় জমিয়েছেন। এক বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসানে পুজোর পাঁচ দিনের আনন্দ যেন ভাল থাকার ছাড়পত্র। যত দ্রুত যত বেশি সংখ্যক মণ্ডপ পরিদর্শন করা যায়, সেই কারণে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন কলকাতার মেট্রোর (Kolkata Metro) বিভিন্ন স্টেশনে। সহজে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ট্রাফিকবিহীন ভাবে যাওয়ার জন্য মেট্রো রেল সবার প্রথম পছন্দ। আর তাতেই লক্ষী লাভ মেট্রো কর্তৃপক্ষের। পুজোর (Durga Puja) ৬ দিনে ৬ কোটি আয় করল পাতাল রেল!

কলকাতার লাইফলাইন মেট্রো, সেটা অফিস যাওয়ার ব্যস্ততার মধ্যেই হোক কিংবা পুজোর ভিড় এড়াতে সহজে উত্তর থেকে দক্ষিণে পৌঁছে যাওয়া। পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী – পুজোর ছয়দিনে রেকর্ড ভিড় লক্ষ্য করা গেছে কলকাতা মেট্রোয়। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত মেট্রোয় সফর করেছেন ৪১.৬৫ লক্ষ যাত্রী। পুজোর দিনে টোকেন এবং স্মার্ট কার্ড থেকে মেট্রোর রোজগার হয়েছে ৬.১২ কোটি টাকা। ভিড়ের কথা মাথায় রেখে সপ্তমী থেকেই সারারাত মেট্রো চলেছে। আগামিকাল কার্নিভালের কথা মাথায় রেখে ২৩৪ এর পরিবর্তে ২৫২টি রেক চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
