Saturday, August 23, 2025

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আরও পড়ুয়াকে ঋণ, ২ নভেম্বর থেকে প্রচারাভিযানে নবান্ন

Date:

চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চ শিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এজন্য রাজ্যের প্রতিটি ব্যাঙ্ক শাখায় বিশেষ প্রচারাভিযান চালানো হবে। ২ থেকে ১০ নভেম্বর এই প্রচারাভিযান চলবে বলে নবান্নে সূত্রে খবর।

রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তরফে খবর, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পে ১৮ লক্ষ ৫৮ হাজারের বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে এপর্যন্ত ঋণ পেয়েছেন ৩৫ হাজার ৫৮৯ জন। যা মোট আবেদনের ৬১ শতাংশ। ঋণ হিসাবে দেওয়া হয়েছে ৪৯৪ কোটি টাকার বেশি। এ পর্যন্ত ১৯ টি ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি ঋণের আবেদন যাতে দ্রুত মঞ্জুর কেউ হয় সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্ক গুলির কাছে আবেদনও জানানো হয়েছে।

রাজ্য সরকারের আবেদন মেনে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১০ নভেম্বরের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে আশি হাজার আবেদন অনুমোদন করার কথা জানিয়েছে। এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কুড়ি হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version