Sunday, November 9, 2025

মহুয়া মামলা: তৃণমূল সাংসদকে তলব লোকসভার এথিক্স কমিটির

Date:

Share post:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘ক্যাশ ফর কোয়্যারি’ মামলার শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনের শুনানির পর কৃষ্ণনগরের সাংসদকে তলব করল লোকসভার এথিক্স কমিটি। মঙ্গলবার ৩১ অক্টোবর বেলা ১১টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে পার্লামেন্টের এথিক্স কমিটির তরফে জানানো হয়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কমিটি গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এছাড়াও সূত্রের খবর, এথিক্স প্যানেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইটি মন্ত্রীদের কাছে গোটা ঘটনার তদন্তে তাঁদের সহযোগিতা চেয়ে চিঠি দেবেন। এরপরই এথিক্স কমিটি আগামী ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে ডেকে পাঠায়। তিনি সেখানে গিয়ে তাঁর পক্ষে মতামত দিতে পারবেন।

উল্লেখ্য, মহুয়ার প্রাক্তন বন্ধু দেহাদ্রাই অভিযোগ করেন, দুবাইকেন্দ্রিক শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহার নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। তিনি নিশানা করেন আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী মোদিকে। এই অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্তকে জানানোর পাশাপাশি সিবিআইকেও চিঠি দেন দেহাদ্রাই। এর পরেই নিশিকান্ত লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার দাবি জানান। স্পিকার এথিক্স কমিটিকে দায়িত্ব দেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই হলফনামা দিয়ে হীরানন্দানি দাবি করেন, মহুয়া নিজের সংসদীয় লগ-ইন তাঁকে পাঠিয়েছিলেন। তিনি তা ব্যবহারও করেন। বিনিময়ে মহুয়া অর্থ এবং উপহার নেন। যদিও এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন মহুয়া মৈত্র। এবং অভিযোগ তুলেছেন তাঁকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...