Thursday, August 28, 2025

বিএসসি, এমএসসি নার্সিংয়ে ভর্তি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ, আপাতত নতুন করে কোনও কাউন্সেলিং করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। ভর্তির পরও কীভাবে নতুন করে শূন্যপদ তৈরি হল, রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন বিচারপতি । তিনি ‘ডেপুটি ডিরেক্টর অব হেলথ’কে নির্দেশ দেন, আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তার আগে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে বক্তব্য। তারপর হাইকোর্ট অনুমতি দিলে তবেই ফের শুরু করা যাবে কাউন্সেলিং।

শূন্যপদ তৈরির ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা দিতে বলা হয়েছে। বিএসসিতে ৫৭ এবং এমএসসিতে ৫২টি নতুন শূন্যপদ তৈরি হয়েছে। মেধার ভিত্তিতে যাঁরা তালিকায় আগে ছিলেন, তাঁদের বিষয়ে স্বাস্থ্য দফতর কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও জানাতে হবে আদালতকে।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ছুটির কারণে তাঁদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয়। এরপরই আদালত নির্দেশ দেয়, ১ নভেম্বরের মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে হবে। ২ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version