Tuesday, May 6, 2025

পুজো কার্নিভালে নাচ অর্থমন্ত্রীর! পাখা হাতে বাতাস করলেন মুখ্যমন্ত্রী

Date:

রেড রোডে পুজো কার্নিভালে অন্য রূপে ধরা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রী যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে উৎসবের দিনে অন্য মুডে ধরা দিলেন ভিভিআইপিরা।

গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো এখন কারও কারও কাছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো বলে পরিচিত। শুক্রবার দেখা গেল, কার্নিভালে স্থান হয়েছে হিন্দুস্তান ক্লাবের প্রতিমা। আর সেই পুজোর শোভাযাত্রার পুরোভাগে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। পরনে গোলাপি পাড়ের হলুদাভ সোনালি রঙের শাড়ি। খোপায় ফুল। আর হাতে গাঁদা ফুল সহ পুষ্পপত্র নিয়ে গানের তালে নাচছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে চন্দ্রিমা যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই হাওয়া করার ব্যাপারটা অবশ্য ছিল প্রতীকী। যাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাঁদের হাওয়া বাতাস দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। বার্তা এটাই।

রেড রোডে এদিনের কার্নিভালে আয়োজনের কোনও খামতি ছিল না। দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে কার্নিভালে সশরীরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে বহুবর্ণে সাজানো ট্যাবলো ও শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছিল রেড রোড জুড়ে। পুলিশের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল সেখানে।

 

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version