Saturday, January 10, 2026

এথিক্স কমিটির বৈঠকে মহুয়ার পাশে জোটসঙ্গীরা, হল ভোটাভুটি

Date:

Share post:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের(Mahua Mitra) বিরুদ্ধে ‘ক্যাশ ফর কোয়্যারি’ মামলার শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনের শুনানিতে কিছুটা হলেও আশার আলো দেখছেন মহুয়া। যে এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে তদন্ত করছে, সেই কমিটির বিরোধী সদস্যরা পাশে রয়েছেন তৃণমূল সাংসদের। বৃহস্পতিবার এথিক্স কমিটির(ethics committee) বৈঠকেই তা স্পষ্ট হয়ে গেল।

লোকসভার এথিক্স কমিটির ১১ জন সদস্যের মধ্যে ৬ জন বিজেপির। বাকি পাঁচ জন বিরোধী শিবিরের। এর মধ্যে ২ জন কংগ্রেসের, দু জন নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের। মায়াবতীর বিএসপির এক সদস্যও রয়েছেন। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) এবং জয় অনন্ত দেহদরাইয়ের বয়ান রেকর্ড করেছে। সূত্রের খবর, ওই বয়ান রেকর্ডের সময়ই এথিক্স কমিটির সদস্যদের মধ্যে NDA এবং INDIA’র বিভাজন স্পষ্ট হয়ে যায়। জানা গিয়েছে, দুই শিবিরের বিবাদ শুরু হয় বৈঠকের শুরুতেই। বৈঠক ডাকার প্রক্রিয়ায় ‘পদ্ধতিগত ত্রুটি’ রয়েছে, এই অভিযোগ তুলে বৈঠক বাতিল করার দাবি তোলেন বিরোধীরা। পরিস্থিতি এতদূর গড়ায় যে শেষে ভোটাভুটি করতে হয়েছে। তাতে আবার ৫-৫ ভোটে ফলাফল ‘টাই’ হয়। শেষ পর্যন্ত বিজেপি সাংসদ তথা কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাভুটির ফলাফল ৬-৫ হয়ে যাওয়ায় বৈঠক শুরু হয়।

বৈঠক শুরু হওয়ার পর অভিযোগকারী বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবে ও মহুয়ার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে ডেকে তাঁদের বক্তব্য শোনা হয়। সূত্রের খবর, সেখানে জয় অনন্ত দেহাদরাইকে প্রশ্নবাণে বিদ্ধ করেন বিরোধী সংসদরা। জোটের সদস্য না হলেও মায়াবতীর দলের সাংসদ দানিস আলী সবচেয়ে বেশি সরব হয়। তিনি অভিযোগ করেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে কমিটি। সে তুলনায় রমেশ বিধুরির বিরুদ্ধে ওঠা অভিযোগকে পাত্তা দেওয়া হচ্ছে না। যদিও শেষ পর্যন্ত আগামী ৩১ অক্টোবর সকাল ১১ টায় মহুয়াকে তলব করেছে এথিক্স কমিটি। প্রবল চাপের মাঝেও মহুয়ার আসার আলো এটাই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেখানে মহুয়ার পাশে রয়েছে বিরোধী জোট।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...