লক্ষ্মীপুজোয় হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন

লক্ষ্মীপুজোয় হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন (০২৩৮১) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামিকাল, শনিবার লক্ষ্মীপুজোর দিন এই স্পেশাল ট্রেন সকাল ৮টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নয়াদিল্লি পৌঁছবে। তারপর বুধবার, পয়লা নভেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা দেবে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেনটি। হাওড়া ফেরার পথে এই ট্রেন দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে।

জানা গিয়েছে, স্পেশাল এই ট্রেনে রয়েছে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচ। এই ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে বেশি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে কোনওরকম ছাড় কিংবা তৎকাল কোটার সুবিধা থাকছে না। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) এবং ইন্টারনেটের মাধ্যমে এই স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন:মেগা কার্নিভালের জন্য ভোর থেকেই যান নিয়ন্ত্রণ, আজ শহরের যে রাস্তাগুলি বন্ধ

 

Previous articleমেগা কার্নিভালের জন্য ভোর থেকেই যান নিয়ন্ত্রণ, আজ শহরের যে রাস্তাগুলি বন্ধ
Next articleএথিক্স কমিটির বৈঠকে মহুয়ার পাশে জোটসঙ্গীরা, হল ভোটাভুটি