রেড রোডের মেগা কার্নিভ্যালে যোগ দিতে ৩৩ দিন পর বাড়ি থেকে বেরোবেন মমতা

তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার তিনি যাবেন কার্নিভ্যালে।

শুক্রবার রেড রোডে (Red Road) মেগা কার্নিভ্যাল (Pujo Carnival)। আর সেকারণেই সব বাধা উপেক্ষা করে দীর্ঘ ৩৩ দিন পর বাড়ির বাইরে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ৩৩ দিন চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিলেও কালীঘাটের (Kalighat) বাড়িতে বসেই একের পর এক প্রশাসন ও দলীয় কর্মসূচি তদারকি করেছেন। প্রয়োজনে সেরে নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু সশরীরেই থাকতে পারেননি তিনি। পাশাপাশি মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনও বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে করেন মুখ্যমন্ত্রী।

এরপর গত ১২ অক্টোবর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে এর আগে এত দিন ঘরবন্দি থাকেননি তিনি। তবে স্পেন সফরে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী। তা গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরেই এসএসকেএমে গিয়ে চিকিৎসা করান মমতা। চিকিৎসকরাই তাঁকে হাঁটাচলা বন্ধ করে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার তিনি যাবেন কার্নিভ্যালে।

 

 

 

 

Previous articleকেন ‘কোজাগরী’ লক্ষ্মীপুজো, জানেন ?
Next articleশেষরক্ষা হল না! ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে মৃ.ত্যু SSKM-র ডাক্তারি পড়ুয়ার