শেষরক্ষা হল না! ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে মৃ.ত্যু SSKM-র ডাক্তারি পড়ুয়ার

ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ চিকিৎসকের। এসএসকেএমে (SSKM) অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন অনিমেষ মাঝির। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। মূলত শরীরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই এমন পরিণতি। হাসপাতাল সূত্রে খবর, মৃত পড়ুয়ার বাড়ি বাঁকুড়ায়। বয়স ২৭ বছর।

অন্যদিকে, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা নিতু সিং, বয়স ৩১ বছর। হাসপাতাল সূত্রে খবর, গত ১৪ তারিখ থেকে জ্বরে আক্রান্ত হন নিতু দেবী। প্রথমে হাওড়ার হাসপাতাল পরে তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।