কেন্দ্রীয় এজেন্সিগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Narendra Modi and Amit Shah) দলদাসে পরিণত হয়েছে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই এজেন্সি পলিটিক্স (Agency Politics) দিয়ে বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছেন মোদি। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেস (ED) তল্লাশির বহর দেখে তাকে পথভ্রষ্ট কুকুর বলে কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (CM of Rajasthan)। ইডি আধিকারিকরা রাজস্থানে কংগ্রেস নেতাদের বাসভবনে অভিযান চালানোর একদিন পরে, অশোক গেহলট (Ashok Gehlot) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভার নির্বাচন (Assembly Election in Rajasthan) অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর। রাজস্থানকে যেন তেন প্রকারে নিজেদের দখলে আনতে এবার সে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কুকুরের মতো লেলিয়ে দেওয়ার অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে । জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী গেহলট বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেশ জুড়ে পথভ্রষ্ট কুকুরের চেয়েও বেশি দেশে তল্লাশি অভিযান চালাচ্ছে।” এমনকি গেহলটের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘গ্যারান্টি মডেল’ অনুসরণ করছেন। তিনি বলেন, “আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই-এর প্রধানের কাছে সময় চেয়েছিলাম, কিন্তু এখন এগুলো রাজনৈতিক ‘অস্ত্রে’ পরিণত হয়েছে। মোদিজি বুঝতে পারছেন না যে তাঁর কাউন্টডাউন শুরু হয়েছে।” উল্লেখ্য গত বৃহস্পতিবার পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলায় ইডি আধিকারিকরা জয়পুর এবং শিকারে রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাসভবনে তল্লাশি চালিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর ছেলেকেও তলব করা হয়েছে। এখানেই শেষ নয় ওমপ্রকাশ হুদলা এবং আরও কয়েকজনের বাসভবনেও তল্লাশি চলেছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) অধীনে তল্লাশি চালানো হয় বলি কেন্দ্রীয় এজেন্সির (ED) দাবি। এরপরই গেহলট এর কঠোর সমালোচনা করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা করছে বিজেপি সরকার।
