Monday, August 25, 2025

শান্তিনিকেতনে ফলক বিতর্ক, এবার বিশ্বভারতীর উপাচার্যের কাছে কৈফিয়ত তলব রাজ্যপালের

Date:

ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কবিগুরুর শান্তিনিকেতন। গত ১৭ সেপ্টেম্বর রিয়াধ কনফারেন্সে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো। এরপরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্যোগে পুজোর ছুটির আগে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ লেখা তিনটি ফলক বসানো হয় শান্তিনিকেতনে। কিন্তু কোনও এক অজানা কারণে সেই ফলকে নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! পরিবর্তে জ্বলজ্বল করছে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম।

এমন ঘটনায় ক্ষোভে পড়েন বিশ্বভারতীর প্রাক্তনী, আশ্রমিক ও রবীন্দ্র অনুরাগীরা। অভিযোগ জানানো হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, রবীন্দ্রনাথকে ব্রাত্য করে যে ফলক লাগানো হয়েছে, তা সরানো না হলে আন্দোলন হবে। এদিন শান্তিনিকেতনে আন্দোলন শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ফলক-বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা করেন বিজেপি নেতা তথা অধ্যাপক অনুপম হাজরা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি, নিজের উপাচার্য পদ বাঁচাবার তাগিদে প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে এই ওভার-স্মার্ট ভন্ড বিজেপি বিশ্বভারতীর উপাচার্য বিজেপির আরও ক্ষতি করবে।

এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপাচার্যের কাছে তিনি জানতে চান, “গুরুদেব বাংলা, ভারত ও সমগ্র মানবতার কাছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদার প্রতীক। কেন ফলকে অনুপস্থিত রবীন্দ্রনাথ?” চাপের মুখে পড়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সাফাই ‘ফলক অস্থায়ী’!

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version