Friday, November 14, 2025

৩১ অক্টোবর যেতে পারছেন না: এথিক্স কমিটিকে চিঠি মহুয়ার

Date:

লোকসভার এথিক্স কমিটির ডাকে সাড়া দিচ্ছেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। এথিক্স কমিটির তরফে আগামী ৩১ অক্টোবর সকাল ১১ টায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল কৃষ্ণনগরের সাংসদকে। যদিও ওইদিন তিনি সংসদে হাজির হবেন না বলে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন কমিটিকে।

সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রে বহু পূর্বনির্ধারিত বিজয়া সম্মিলনী রয়েছে তাঁর। তাই ওই সময় হাজিরা দেওয়া সম্ভব নয়। সশরীরে হাজিরা দেওয়ার জন্য এথিক্স কমিটির তরফে তাঁকে নতুন তারিখ দেওয়া হোক বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, ৫ নভেম্বরের পর তাঁকে কমিটির সুবিধামতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি হাজির হবেন। শুধু তাই নয় চিঠিতে মহুয়া আরও জানিয়েছেন, কমিটির কাছে নিজের বক্তব্য পেশ করতে তিনি যে আগ্রহী সে কথা আগেই বলেছেন। তবে বাড়তি সময় চাওয়ার ক্ষেত্রে তিনি বিজেপি সাংসদ রমেশ বিধুরীর প্রসঙ্গ টেনে বলেন, রাজস্থান নির্বাচনের অজুহাত দেখিয়ে রমেশ এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে দেওয়াও হয়েছিল। ফলে মহুয়াকেও হাজিরার জন্য যাতে বাড়তি সময় দেওয়া হয় তার আবেদন জানান। শুধু তাই নয় কমিটির প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে মহুয়া প্রশ্ন তোলেন, তাঁকে সমন পাঠানোর আগে সংবাদমাধ্যমে তাঁর সমনের কথা ফাঁস করে দেওয়া হল কেন? সব পক্ষের হলফনামাই বা প্রকাশ্যে আনা হল কেন?

মহুয়ার বিরুদ্ধে প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদরাইকে তলব করে বৃহস্পতিবার তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। এরপরই ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। তবে ওইদিন হাজিরা দেবেন না বলে চিঠি লিখে হাজিরার জন্য বাড়তি সময় চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এদিকে অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। পাশাপাশি, মহুয়াকে ‘ঘুষ’ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাত্রার তথ্যও চেয়েছে এথিক্স কমিটি। পাশাপাশি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে, জানতে চাওয়া হয়েছে, কোন কোন তারিখে কোন কোন জায়গা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version