Wednesday, November 5, 2025

খারিজ জমিনের আবেদন! ১১ নভেম্বর পর্যন্ত জে.ল হে.ফাজতেই থাকতে হবে বাকিবুরকে

Date:

খারিজ হয়ে গেল জামিনের আবেদন (Bail Plea)। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই (Jail Custody) থাকতে হবে রেশন বন্টন মামলায় ধৃত বাকিবুর রহমানকে (Bakibur Rahman)। শনিবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের (Bankshal Court) বিচারক। পাশাপাশি বিচারক সাফ জানিয়েছেন, এবার জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে পারবে ইডি আধিকারিকরা (ED Officials)।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে বাকিবুরের আইনজীবী সওয়াল করেন, কোনও এফআইআরে তাঁর মক্কেলের নাম নেই। মিল থেকে বস্তা গিয়েছিল ডিস্ট্রিবিউটরের কাছে। বাকিবুকের কাছ থেকে তো কিছুই পাওয়া যায়নি। বাকিবুরের আইনজীবী এদিন আরও বলেন, যারা মূল দোষী, তাঁদের গ্রেফতার করা হয়েছে? পাল্টা ইডি দাবি করে, প্রদীপ নামে যে দোকানে অভিযান চালানো হয়েছিল, সেখানে থেকেই বাকিবুরের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তবে এদিন দুপক্ষের সওয়াল জবাব শেষে বাকিবুরের জামিনের মেয়াদ খারিজ করে দেন বিচারক। অন্যদিকে, শুক্রবারের পর শনিবারও জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) বর্তমান আপ্ত সহায়ক অমিত দে ছাড়াও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও শনিবার সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি।

এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ হলে তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন সেই আবেদনের বিরোধিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাদের আর্জি খারিজ হয়ে যায় আদালতে। জানা গিয়েছে, সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার উচ্চ আদালতে যাবে কমান্ড হাসপাতাল।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version