ম.দের টাকা না দেওয়ার স্ত্রীকে খু.ন করে পলাতক স্বামী

স্ত্রীকে নৃশংসভাবে খুন করে মাটিতে পুঁতে পলাতক স্বামী। ঘটনা বারুইপুর থানার শিখরবালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, রবিন মন্ডলের সঙ্গে বছর কুড়ি আগে বিয়ে হয় ওই গ্রামেরই অঞ্জলি মন্ডলের। তাঁদের দুই পুত্র সন্তানও আছে। তারা মামার বাড়িতেই থাকে।

অভিযোগ, ছেলেদের উপরেও মদ্যপ অবস্থায় মারধর করত রবিন। তাই তাদের মামার বাড়িতে পাঠিয়ে দেন অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, গুণধর রবিন বেআইনি মদ বিক্রির সঙ্গেও যুক্ত। তার নামে একাধিক মামলা আছে। বহুবার জেলও খেটেছে। পুজোর জামিন পেয়ে বাড়ি ফেরে রবিন। আর বিজয়া দশমীর দিন শেষবার দেখা গিয়েছিল তাঁর স্ত্রী অঞ্জলিকে। স্ত্রী মদের টাকা না দেওয়ায় ওইদিনই ঝামেলা হয় দুজনের। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি অঞ্জলির। ওইদিনই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

শনিবার সকালে ছাগল রাখার ঘরে গিয়ে দেখে সেখানেই মাটি খুড়ে পুঁতে দেওয়া হয়েছে অঞ্জলিকে। বিষয়টি জানাজানি হতেই পলাতক রবিন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মেজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়। উপস্থিত ছিলেন পুলিশের বড় কর্তারাও।