Monday, November 17, 2025

বাড়তি সময় নয়, মহুয়াকে ২ নভেম্বর হাজিরার নির্দেশ এথিক্স কমিটির

Date:

চিঠি লিখে ৫ নভেম্বর অবধি সময় চাইলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এতদিন সময় দিতে নারাজ লোকসভার এথিক্স কমিটি। সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদকে ২ নভেম্বরের মধ্যে হাজিরা দিতে বলল কমিটি। সবমিলিয়ে মহুয়ার অপারগতার কথা শুনতে চাইল না লোকসভার কমিটি।

মহুয়ার বিরুদ্ধে প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদরাইকে তলব করে বৃহস্পতিবার তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। এরপরই ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। যদিও নিজের সমস্যার কথা জানিয়ে এথিক্স কমিটিকে চিঠি লিখে মহুয়া জানান, ৩১ অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না। নভেম্বরের ৫ তারিখের পর যেকোনো দিন তাঁকে ডাকা হোক। তিনি যেতে প্রস্তত। তবে মহুয়ার চিঠির পাল্টা শনিবার মহুয়াকে চিঠি লিখে লোকসভার এথিক্স কমিটি জানিয়ে দিয়েছে, ২ নভেম্বর বা তার মধ্যেই হাজিরা দিতে হবে। এর পর আর সময় দেওয়া যাবে না।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই কারণেই প্রথমে নিশিকান্ত দুবেকে এথিক্স কমিটি ডেকে তাঁর অভিযোগের কথা শোনে। তার পর এবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। পাশাপাশি, মহুয়াকে ‘ঘুষ’ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাত্রার তথ্যও চেয়েছে এথিক্স কমিটি। পাশাপাশি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে, জানতে চাওয়া হয়েছে, কোন কোন তারিখে কোন কোন জায়গা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version