Tuesday, August 26, 2025

বাড়িতেই কোজাগরী লক্ষ্মীর আরাধনা রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের

Date:

বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজন। লক্ষ্মী বন্দনায় ব্যস্ত ছিলেন গৃহস্থ থেকে সেলিব্রিটিরা। তা সে রাজনীতিক হোন বা অভিনেতা-অভিনেত্রী, সকলেই ব্যস্ত ছিলেন লক্ষ্মী বন্দনায়। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্বামী, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

বাড়িতে প্রতি বছরই লক্ষ্মীপুজোর আয়োজন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার তৃণমূল নেতা কর্মীরা তো বটেই, অন্যান্য জায়গা থেকেই বহু দলীয় নেতৃত্ব আসেন এই পুজোয়। ঘরোয়া আয়োজনে সকাল থেকে পুজো ও শেষে সন্ধেয় সকলের মধ্যে ভোগ বিতরণ। সবমিলিয়ে সকাল থেকেই এদিন পুরোদমে লক্ষীপুজোয় ব্যস্ত সুদীপ-নয়না। নয়না বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রায় ২৫ বছর ধরে চলছে এই পুজো। এখানে সাবেকি সাজেই পুজো করা হয় দেবী লক্ষীর।

পাশাপাশি প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রায় ২৩ বছর ধরে এই পুজো করে আসছেন তিনি। পুজো উপলক্ষ্যে এদিন সব্যসাচী দত্তের বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লক্ষীবন্দনায় এক-দু কলি গানও এদিন করেন কুণাল। এককথায় লক্ষীপুজো উপলক্ষ্যে জমজমাট সব্যসাচী দত্তের বাড়ি।

নিজের বাড়িতে নিজেই লক্ষ্মীপুজো করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া নিজে বসে থেকে বাড়ির পুজোর তদারকি করেন সাংসদ মালা রায়ও।

আরও পড়ুন- মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাজায়, আরও বড় হা.মলার পথে ইজরায়েল

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version