Thursday, August 28, 2025

আত্ম-প্রচারকদের ফলক সরাতে বলুক কেন্দ্র: বিশ্বভারতী নিয়ে পোস্ট ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তির ফলকে নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এখনই ফলক সরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা ফলক না বসালে বিশ্বভারতীতে আন্দোলনের হুঁশিয়ারি দেন। তৃণমূল নেতাকর্মীরা বিশ্বভারতীর সামনে বিক্ষোভ দেখান। কিন্তু তাও সরেনি ফলক। এবার সোশ্যাল মিডিয়ায় রবি ঠাকুরের ছবি হাতে নিয়ে মুখে সাদা কাপড় বাধা ছবি পোস্ট করে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তীব্র ধিক্কার জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বে ঐতিহ্যবাহী বিশ্বভারতী (বর্তমানে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত) তৈরি করেছিলেন। কিন্তু সেখানকার বর্তমান কর্তৃপক্ষ এই উপলক্ষে স্মারক ফলক সাজিয়েছে, যাতে উপাচার্যের নামও লেখা আছে কিন্তু গুরুদেবের নাম নেই!!
এটি রবি ঠাকুরকে অপমান করা এবং আমাদের জাতির প্রতিষ্ঠাতাদের ঔপনিবেশিক বিরোধী ঐতিহ্য-সৃষ্টির প্রচেষ্টাকে ছোট করে দেখানো। অহংকারী, আত্ম-প্রচারকদের এই প্রদর্শনকে অবিলম্বে সরানোর জন্য এবং গুরুদেবকে দেশ যে শ্রদ্ধার্ঘ্য দেয় তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিক কেন্দ্রীয় সরকার।”

তাঁর পোস্টটি নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তাঁকে অহংকারী, প্রচার সর্বস্ব বলে কটাক্ষ করেন মমতা।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে সব মহলে নিন্দা ঝড় উঠেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তনীদের একাংশের পক্ষ থেকে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে নালিশ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তীব্র ধিক্কার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। এই বিষয় নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version