Thursday, December 25, 2025

‘ভাঁ.ওতাবাজি’ নয়, ক্ষমতায় এলেই কৃষকদের ঋণ মুকুব! ছত্তিশগড়ের সভা থেকে মোদিকে ধুয়ে দিলেন রাহুল

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। নভেম্বরের (November) প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে ছত্তিশগড়ের (Chattisgarh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগেই ছত্তিশগড়ের বস্তারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে রাহুলের প্রতিশ্রুতি ছত্তিশগড়ে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মুকুব করবে কংগ্রেস। এরপরই রাহুল নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজে তা বাস্তবায়িত হয়নি। কৃষকদের (Farmers) বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি।

তবে এখানেই থেমে না থেকে রাহুলের অভিযোগ, কৃষকদের ঋণ মুকুব করার কোনও প্রচেষ্টাই নেই মোদি সরকারের। শুধুমাত্র আদানির ঋণ মুকুব করাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য। এর আগেও কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ঋণ মুকুব করার এবং আমরা তা করে দেখিয়েছি। আমি কথা দিচ্ছি আমাদের দল ছত্তিসগড়ে ক্ষমতায় এলে ফের কৃষকদের ঋণ মুকুব করা হবে। রাহুল বলেন, আমি মোদির মতো ‘ভাঁওতাবাজিতে’ বিশ্বাসী নই। আমি যা বলি তা করে দেখাই। তবে এদিনের সভা থেকে কাস্ট সেন্সাস বা জাত গণনা নিয়ে বড় ঘোষণা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, কেন্দ্রে সরকার গড়ার সুযোগ পেলে দু’ঘণ্টার মধ্যে এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে। পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় টিকে গেলে কিন্ডারগার্টেন থেকে শুরু করে এমএ-এমসি-এমকম পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খবর সরকার বহন করবে।

রাহুল মনে করিয়ে দেন, ভারতে সামাজিক সম্প্রীতি এবং সমানাধিকার নিশ্চিত করতে হলে কাস্ট সেন্সাস করে দেখা দরকার কোন জাতি কতটা পিছিয়ে। কেন্দ্রীয় সরকারের অফিসে আধিকারিকদের সংখ্যা তুলে ধরে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, সেখানে উচ্চবর্ণের ছড়াছড়ি, নিম্নবর্গের মানুষ ব্রাত্য।

 

 

 

spot_img

Related articles

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...